“বঙ্গবন্ধু বাঙালির প্রাণ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
চুপচাপ নীরবতায় ডুবেছিলাম নিজস্বতার আগুনে। ক্রোধের অগ্নিশিখা জ্বলছে তাে জ্বলছেই হৃদয়ের তলদেশে। সে-আগুন বঙ্গবন্ধুকে হারানাের ক্রোধের অগ্নিশিখা। আমার অপরাধ বঙ্গবন্ধুকে গভীরভাবে ভালােবাসি। হাত খুলে লিখি তাঁকে নিয়ে গল্প, ছড়া, কবিতা। ‘হায় বঙ্গবন্ধু এ কি করলাম’ ও ‘বঙ্গবন্ধু বাঙালির প্রাণ’ এই শিরােনামে দুইটি প্রবন্ধগ্রন্থ সফল ব্যথা বেদনার ফসল। বাংলাদেশের জন্মকথা নিয়ে মিথ্যে তর্ক হলে হট্টগােল করি, চায়ের কাপে তুলি কথার ঝড়। যে-ফুল না-ফুটতেই ঝরে গেল, খুঁজে পাই না কী ছিলাে তার অপরাধ! সােনার বাংলা একদিন ফুলে ফুলে ভরে যাবে। সেই নির্যাসে বেঁচে থাকবে বঙ্গবন্ধু বাঙালির প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণার বিজয় পতাকা হাতে নিয়ে। নির্বাক দর্শক হয়ে আমার গ্রন্থখানি মেলে দেবে সম্ভাবনার উড়ন্ত ডানা।