“ডেথ কামস্ অ্যাজ দা এন্ড” বইয়ের পিছনের কভারের লেখা:
এটা মিশর, যিশুর জন্মের ২০০০ বছর আগে, মৃত্যু যেখানে অর্থবহ করে তােলে জীবনকে। পাহাড়ের গােড়ায় নফরেতের ভাঙাচোরা, দলিত-মথিত মরদেহ পড়ে আছে। দাপুটে পুরােহিতের সুন্দরী ও ঈর্ষাকাতর রক্ষিতা সে। প্রায় সবার ধারণা, এটাই তার নিয়তি-মানুষ যেভাবে একটা সাপকে লাটিপেটা করে মারে, সেরকম একটা মৃত্যুই তার প্রাপ্য ছিল। কিন্তু পুরােহিতের মেয়ে রেনিসেব মনে করে মেয়েটার মৃত্যু সন্দেহজনক। ধীরে ধীরে তার এই বিশ্বাস দৃঢ় হতে থাকে যে তাদের বাড়ির ভেতরই চেনা অথচ নিরীহ ভালােমানুষের মুখােশ। পরা একটা অশুভ শক্তি লুকিয়ে আছে। অসহায় হয়ে তাকে শুধু দেখতে হয় পরিবারের সদস্যরা একের পর এক খুন হয়ে যাচ্ছে। তারপর…রইল না আর কেউ?
ভুল দিকে নজর টানার ওস্তাদ কারিগর বলা হয় আগাথা ক্রিস্টিকে। তাঁর লেখা পড়ার সময় পাঠক নিজেকে যতই বুদ্ধিমান আর যৌক্তিক বলে মনে করুক, দেখা যাবে সে ভুল করেছে, তার চোখের সামনে প্রচুর সূত্র থাকা সত্ত্বেও অপরাধীকে চিনতে পারেনি। আগাথা ক্রিস্টির লেখা সব যুগে সবচেয়ে বেশি পড়া হয়, তাকে পেছনে ফেলতে পারে শুধু বাইবেল আর সেকসপিয়ারের বই। তার প্রায় সবগুলাে উপন্যাস পৃথিবীর চল্লিশটি ভাষায় অনুবাদ হয়েছে। শুধু ইংরেজি ভাষায় ছাপা তার বই বিক্রি হয়েছে একশ কোটিরও বেশি।