“শীতল রক্তপথ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
সাধারণ খুনী এবং একজন সিরিয়াল কিলারের মধ্যে অনেক পার্থক্য আছে। কারণ সিরিয়াল কিলার খুন করে একেবারে ঠাণ্ডা মাথায়। খুন করার পর তাদের জীবনযাপনের তেমন পরিবর্তন দেখা যায় না। যেন নিয়ম করে খুন করাটাই সাধারণ একটা নিয়মের মধ্যে পড়ে। শীতল রক্তপথ তেমনি এক ঠাণ্ডা মাথার ভয়ঙ্কর সিরিয়াল কিলারকে নিয়ে গড়ে উঠেছে। পরিকল্পিত খুন হলেও সব খুনের কোন না কোন কু থেকেই যায়। এ কারণে গল্পটি ভিন্ন ক্লাইমেক্সে পরিনত হয়।