“স্বপ্নপোকা” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নিছক গল্প। গল্পের জন্য করেছি কল্পনা। কল্পনার ভিত্তিমূল খুজতে গিয়ে দেখেছি বাস্তবতা। বাস্তবতা সেজেছে রম্যতার রহস্য রঙ্গে। সে রহস্যের রঙগুলাে দিয়েছে অসংখ্য বার্তাবাহী ইশারা। সেই ইশারগুলাে শব্দাক্ষরে গড়েছে ‘স্বপ্নপােকা’ গল্পগ্রন্থ।