আমাদের ভাষার বিভিন্ন সমস্যা ও বিড়ম্বনা এখানে তুলে ধরা হয়েছে। ৫০টি বর্ণ নিয়ে ৩টি ‘স’ নিয়ে দুটি ‘ন’ নিয়ে দুটি ‘জ’ নিয়ে আমাদের ভাষায় বিড়ম্বনার শেষ নেই। এ ছাড়াও রয়েছে যুক্ত বর্ণ বিভিন্ন প্রকারের সাংকেতিক চিহ্ন। এসব নিয়েও রয়েছে নানা প্রকারের সমস্যা। সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ভাষা যেমন আধুনিকায়ন হচ্ছে আমাদের ভাষাও আধুনিকায়ন করা আবশ্যক। প্রাচীনকালের নিয়ম নীতি রীতিকে ঢেলে সাজানাের কথা এখানে বার বার বলা হয়েছে।