ম্যানহোলে পড়ে যাওয়া একজন মানুষ, যার মরে যাওয়ারই কথা, কিন্তু যে যায়নি। বরঙ ম্যানহোলের উপরে স্ল্যাব, তার উপর বহমান জীবনের বিচিত্র কাহিনী তাকে একের পর এক এসে ঘিরে ধরে। তার মনে হয় সে বেচে যাবে, এসব তাকে রক্ষা করারই আয়োজন। আবার এমন সব ঘটনা ঘরে, তারে তার মনে হয় বেচে যাওয়ার কোন কারণ তো নেই। এইভাবে ঘূর্ণি তৈরি হওয়া একটি জীবন ঘিরে গল্পের বিস্তার, ‘ঘূর্ণির ভেতর জীবন।