কবি যেন লোকাতীত ধুনকর, টংকার তুলছে হাওয়ায় আর ধুনে চলছে গুচ্ছ গুচ্ছ মায়াবী তুলো। প্রথম প্রকাশিত কবিতার বইয়ে ফারুক ওয়াসিফ অমোচনীয় প্রগাঢ় কিছু চিহ্ন রেখে যান যা তাঁকে মানবিকতাবোধে প্রজ্বলিত সমকালের দ্রোহী বেহালাবাদকের মহিমা দেবে। শব্দের ঠোকাঠুকিতে আলো জ্বালানোর যাদু আর কথার চমক নিয়ে আসা বাংলা কবিতার এ নবাগত প্রেমিককে স্বাগত জানাবে বিপন্ন বিহবল বদ্বীপ।