“মনে পড়ে তোমাকে” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
কখনও কখনও চোখের জল চিবুক গড়িয়ে হৃদয়ের দূরত্ব অতিক্রম করার আগেই শুকিয়ে যায়। আর শুকিয়ে যেতে যেতে যে দাগ একে যায়, মানুষ সে দাগের নাম দিয়েছে শােক। কি কারণে এই চোখের জল? কেমনই বা সেই উত্তাপ যা দু’চোখের উপচে পড়া দুটি নদীকেও পুড়িয়ে ফেলে চিতাকাঠের মতন? কবি রেদোয়ান মাসুদ মূলত তারই সন্ধান দ্বারা সমৃদ্ধ করতে চেয়েছেন তার মনে পড়ে তােমাকে নামাঙ্কিত এই গ্রন্থটিকে ভালবাসাই তরুণ কবির একমাত্র কর্ষণভূমি, যা তিনি সিঞ্চন করেন তার হৃদয় বয়ে আনা আনন্দ বিষাদ এবং অপেক্ষার স্বেদ ও অশ্রুবিন্দু দিয়ে। রেদোয়ান মাসুদ হৃদয় দিয়ে কবিতা লেখেন। তাই বন্ধুর সাথে কথােপকথনের মতাে সরল তার কবিতার ভাষা সহজেই কবির নিজস্ব কর্ষণভূমি পেরিয়ে মিশে যেতে চায় আর্ত ও হৃদয়পীড়িত মানুষের মহামিছিলে। ভালবাসা একা আসে না … অভিমান সুখ দুঃখ যন্ত্রণা ক্লেদ তারই ক্রমােত্তরণ কথা নিয়ে এই গ্রন্থটি পাঠকের মন জয় করে নেবে এবং আরও প্রাণের প্রাচুর্যে ভরে তুলবে কবির কলম এই আশা রাখি।