নৈতিক অবক্ষয় আর নৈতিক বিভ্রান্তির প্রশ্ন নিয়ে আবুল কাসেম ফজলুল হক প্রচুর চিন্তাভাবনা করেছেন। ক্রমশ উন্মোচিত করতে হয়েছে উত্তরণের পন্থাগুলো। আমাদের প্রগতি ও অধঃগতির পথটাকেও খুব স্পষ্ট করে দেখাবার চেষ্টা করেছেন তিনি বাঙালি, বাংলাভাষা আজ কোথায় দাঁড়িয়ে, রাজনীতিতে মুৎসুদ্দি বুদ্ধিজীবীদের ভূমিকা, অমানবিকীকরণের জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র, বিশ্বব্যবস্থা নেতৃত্বের সঙ্কট এসব নিয়ে রয়েছে গভীর চিন্তার পরিচয়। সংস্কৃতি সাধনা এবং রেনেসাঁসের পথই বাঙালির পথ এমন একটি বক্তব্য তাঁর প্রবন্ধাবলীর প্রধান সুর। এই শ্রেষ্ঠ প্রবন্ধ গ্রন্থটিতে পাওয়া যাবে একথার প্রমাণ।