“অঙ্কের মজা” বইয়ের সংক্ষিপ্ত কথা:
গ্রন্থকার তাঁর এই বইটিকে যথাসম্ভব নতুন করে তোলার জন্য সর্বপ্রকারে চেষ্টা করেছেন; তাঁর অন্যান্য বইয়ে (‘বুদ্ধির খেলা আর হরেক মজা’, ‘আগ্রহ জাগানোর মতো নানা প্রশ্ন’ ইত্যাদিতে) ইতঃপূর্বেই যা-যা বলা হয়েছে, সেগুলোর পুনরাবৃত্তি এড়িয়ে গেছেন। পাঠক এই বইটিতে মাথা ঘামাবার মতো নানা ধরনের এমন কিছু প্রশ্ন পাবেন যেগুলো আগের কোনো বইয়ে স্থান পায়নি। ষষ্ঠ অধ্যাযটি-‘রাক্ষুসে সব সংখ্যা’-গ্রন্থাকারের পূর্ববর্তী পুস্তিকাগুলোর একটি অবলম্বনে লেখা এবং এতে চারটি নতুন গল্প যোগ করা হয়েছে।