মুক্তিযুদ্ধ কতভাবেই না আমাদের ছুঁয়ে গেছে- সমষ্টি ও ব্যক্তির জীবনে এর কতই না ছবি। এক প্রান্তে বিজয়ের উল্লাস, অন্য প্রান্তে শহীদের জন্যে বেদনা। মুক্তিযুদ্ধ ইতিহাসের এক মহাকাব্যিক নাটক, ব্যক্তিগত জীবনেও সে এক মহাসঙ্গীত। কবি সাবিনা ইয়াসমিন তাঁর কবিতার কলমে যখন লেখেন এই উপন্যাস, আমরা একইসঙ্গে একাত্তর থেকে উৎসারিত জীবন নাট্য ও সঙ্গীতের অনুরণনে জীবনকে গভীরতর স্তরে অনুভব করে উঠি। শহীদ মুক্তিযোদ্ধার কন্যা সাবিনার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ সাগরদাঁড়িতে, মাইকেল মধুসূদনের জন্মোৎসবে। মাইকেল বাংলায় ফিরেছিলেন দেশের মাটিকে ভালোবেসে; সাবিনার এই উপন্যাস আমাদের ইতিহাসে ফেরাবে, মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের ভেতরে প্রবাহিত করবে নতুন মাত্রায়। সাবিনার এটি প্রথম উপন্যাস। আমি তাঁকে আমাদের কথাসাহিত্যে স্বাগত করছি। সৈয়দ শামসুল হক ২৫/১/২০১৫