“আই ক্যান সি ইন দ্য ডার্ক” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
কড়া না নেড়েই পুলিসের লােকটার সােজা ঘরে এসে হাজির হওয়ার কায়দাটা পছন্দ হয়নি রিক্তরের। পছন্দ হয়নি উদ্ধত ভঙ্গিতে লােকটার ওর বাড়ি জরিপ করাও। কেন এসেছে, তার কারণ বলছে না পুলিসের লােকটা, রিক্তরও জানতে চাইছে না, কারণও জানে এক মারাত্মক অপরাধে অপরাধী ও। কিন্তু দেখা গেল মােটেই কোনও নিখোঁজ লােকের খোঁজ করছে না সে। সম্পূর্ণ অপ্রত্যাশিত অভিযােগ আনছে রিক্তরের বিরুদ্ধে। রিক্তরের মন পরিষ্কার নয়, কিন্তু নিশ্চিতভাবেই ওই অপরাধ সে করেনি দম বন্ধ করা মনস্তাত্ত্বিক রহস্যোপন্যাস।