ভুমিকা: অসাধারণ কবি, সাহিত্যিক, রাজনৈতিক ব্যাক্তিত্ব, উৎসব, অনুষ্ঠান, ইতিহাস ঐতিহ্য ও সমসাময়িক কালের নানা সমস্যা নিয়ে আমার চিন্তধারা এসব প্রবন্ধে আমি প্রকাশের চেষ্টায় ব্রতী হয়েছি। মানুষ শুধু খেয়ে পরে বাঁচে না, সে কথা বলতে পারে, চিন্তা করতে পারে, মানুষের উপকার করতে পারে। পবিত্র কোরানে বলা হয়েছে ‘ হালা জাজায়োশ এহছান, ইল্লাল এহছান’ সুন্দরের প্রতিচ্ছবি সুন্দর ছাড়া কি হতে পারে। আরেক সূরাতে বলা হয়েছে “মান জাক্কাহা কাকাদ আচলাহা” অর্থাৎ ’’যে নিজেকে পবিত্র করেছে, সে সফল হয়েছে।’’ জীবে দয়া করে যে জন সে জন সেবিছে ঈশ^র। এটাই ইসলামের মূল কথা। আমার এসব প্রবন্ধের মধ্যে যদি মানুষের কোন চিন্তার খোরাক থেকে থাকে তাহলে আমি আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা ও প্রবন্ধ লেখার উদ্দেশ্য সফল বলে মনে করবো। –লেখক