মৃন্ময়!
ঘর থেকে বের হলেই মাথার ওপর থাকে একটা আকাশ। সে আকাশে নানা রঙের মেঘ ভাসে। কোনাে মেঘ সাদা, কোনাে মেঘ কালাে আবার কোনােটা ধূসর। আবার সন্ধ্যার আকাশের মেঘে কখনাে লাল কখনাে নীল কখনাে অজানা কোনাে রঙ। মানুষের মনের ভেতরেও থাকে একটা আকাশ। সে আকাশেও ভাসে পানি রঙের মেঘ। সেই মেঘ ভেসে চলে অজানার গন্তব্যে। কিন্তু কোথায় পেল সে এত রঙের মেঘ! ক্ষুদ্র এই জীবনে মাটির তৈরি এই মানুষগুলাে কোথায় পেল এত রূপ! ছােট্ট এই মনটাতে কীভাবে লুকিয়ে থাকে এত রহস্যের জাল! এক সময় অবাক হয়ে ভাবলাম, দেখলাম, জানলাম মাটির তৈরি অবাক এই সৃষ্টিকে;
মৃন্ময়কে!