বাঙালি মুসলিম সমাজের একটি বিবেকী ধারার বুদ্ধিবৃত্তিক পর্যবেক্ষণ ছিল ঢাকার বুদ্ধির মুক্তি আন্দোলন। এই আন্দোলনের এক প্রামাণ্য ও মূল্যবান গ্রন্থ মুসলিম সাহিত্য-সমাজ : সমাজচিন্তা ও সাহিত্যকর্ম (১৯৮৪)। বুদ্ধির মুক্তি আন্দোলনের বিস্তৃত পরিচয়, আন্দোলনকারী নেতৃবৃন্দের সৃষ্টিকর্ম, তাঁদের ভাবনার উদ্দেশ্য, সমাজের সমকালীন পরিস্থিতি প্রভৃতি এ গ্রন্থের আলোচ্য বিষয়। এ গ্রন্থ একটি পিএইচডি অভিসন্দর্ভের পরিবর্তিত ও পরিমার্জিত রূপ বটে, কিন্তু এর প্রেরণায় কাজ করেছে জাতি গঠনের এক মহৎ উদ্দেশ্য ও জাতীয় কর্তব্যবোধ। এই সংগঠন সম্বন্ধে এমন পরিশ্রম-লব্ধ ও তন্নিষ্ঠ কাজ এবং বিশ্লেষণধর্মী গবেষণা ইতিপূর্বে হয়নি। সেজন্য এ গ্রন্থ প্রকাশকালেই বাঙালি বিদ্বৎসমাজে সমাদৃত হয়েছিল। তথ্যের বিপুলতায়, মননের শৃঙ্খলায় আর আকাক্সক্ষার সবলতায় গ্রন্থটি রচিত হয়েছে যেমন বিপুল শ্রম-নৈপুণ্যে, তেমনই প্রাণের এক দুর্মর তাগিদ থেকে। বলাবাহুল্য, শুদ্ধ আবেগ আর শুভবুদ্ধির যোগাÍক ভূমিকার ফল এই গবেষণাগ্রন্থ।