প্রশ্নটি এই, ভাষার পুষ্পোদ্যানে কেন এত ভ্রমকণ্টক? আমাদের লেখনে-কথনে-বলনে কেন এত ত্র“টি আর বিচ্যুতির উপদ্রব? আসলে ভাষার এত মাধুরী আর লাবণ্যশোভার মধ্যে যদি বানানের ভুল মাথা উঁচু করে জেগে থাকে, তখন বিদঘুটে বিপর্যয় ঘনিয়ে আসে। শুধু কি বানান ভুল? শব্দ ও বাক্যের ব্যবহারে, প্রয়োগে, প্রকরণে কতরকমের অসংগতি যে শুদ্ধতার পথ রোধ করে দাঁড়ায়, কে তার হিসাব করে? বর্তমান গ্রন্থটিতে লেখক আমাদের দৈনন্দিন জীবনের পরিমণ্ডল থেকে চিহ্নিত নানা দৃষ্টান্ত চয়ন করে সেই ভ্রান্তিগুলোকে চিহ্নিত করেছেন এবং একইসঙ্গে শুদ্ধ প্রয়োগরীতির পথনির্দেশ করেছেন। এ গ্রন্থটি তাই ভাষিক শুদ্ধতার দিকে এক অনুসন্ধানী অভিযাত্রা। – সুবল কুমার বণিক