“যাকাতের মাসায়েল” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
“যারা স্বর্ণ ও রৌপ্য জমা করে রাখে এবং তা আল্লাহ তায়ালার পথে ব্যয় করে, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। যে দিন সেগুলাে উত্তপ্ত করে তা দ্বারা তাদের মুখমণ্ডল, পার্শ্ব ও পিঠে দাগ দেয়া হবে (এবং বলা হবে) এগুলাে তােমাদের সেই সম্পদ, যা তােমরা নিজেদের জন্য কুক্ষিগত করে রেখেছিলে। এখন তােমরা নিজেদের অর্জিত সম্পদের স্বাদ আস্বাদন কর।” -সূরা তাওবা ৩৪-৩৫।
“আল্লাহ তায়ালা যাকে ধন-সম্পদ দিয়েছেন সে যদি তার সম্পদের যাকাত আদায় না করে, তাহলে তার সম্পদকে কেয়ামতের দিন টাক পড়া বিষধর সাপে রূপ দেয়া হবে। যার চোখের উপর দু’টি কালাে দাগ থাকবে। কেয়ামতের দিন সেই সাপকে তার গলায় পেঁচিয়ে দেয়া হবে। এরপর সাপ তার মুখে দংশন করতে থাকবে এবং বলবে, আমি তােমার সম্পদ, আমি তােমার সঞ্চয়।” -সহীহ বােখারী ১/১৮৮।