হাদীসের সারমর্ম অনুসারে, দোয়া ইবাদতের মতােই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেক মুসলমানকে গুরুত্ব সহকারে দোয়া শিখতে হয়। দোয়ার মাধ্যমেই আল্লাহর কাছে চাইতে হয় এবং তার সন্তুষ্টি অর্জন করতে হয়। অনেক দোয়া আমরা জানি না বিধায় পড়া হয় না কিংবা এটা হাদিসে উল্লেখিত মাসনূন দোয়া কি না তাও সন্দেহ থাকে। তাই মাসনূন দোয়াসমূহ এই বইতে সংকলন করা হয়েছে হাদিসের সঠিক ও বিস্তারিত উদ্ধৃতিসহ। বইটিতে নামায, রােযা, হজ্ব, উমরা ও কুরবানীসহ জীবনের সকল ক্ষেত্রের অর্থাৎ জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত দৈনন্দিন সকল বিষয়ের মাসনূন দোয়াসমূহ লিপিবদ্ধ করা হয়েছে। অনেক বিষয়ে হাদিসে একাধিক দোয়া বর্ণিত হয়েছে, সেক্ষেত্রে প্রসিদ্ধ দু’একটি দোয়া উল্লেখ করা হয়েছে। কিতাবটিতে জাল তথা মওযূ’ হাদিসগুলাে সম্পূর্ণভাবে পরিহার করা হয়েছে। বইতে উল্লেখিত হাদিসগ্রন্থ যথা সহীহ বুখারী, সহীহ মুসলিমসহ অন্যান্য বেশিরভাগ কিতাবসমূহের উদ্ধৃতির ক্ষেত্রে মাকতাবা শামিলা (www.almeshkat.net)-এর অন্তর্ভুক্ত কিতাবসমূহ সামনে রাখা হয়েছে।