“কথাশিল্পের নানাদিক” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কথাশিল্পের নানাদিক গ্রন্থটি আধুনিক বাংলা কথাসাহিত্যের বিশিষ্ট কয়েকজন প্রতিনিধির সৃষ্টিপ্রতিভার সরস বিচার-বিশ্লেষণ, সমাজতাত্ত্বিক ও নান্দনিক মূল্যায়নে সমৃদ্ধ। এতে একদিকে উন্মােচিত হয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখােপাধ্যায়, গজেন্দ্রকুমার মিত্র, সুমথনাথ ঘােষ, সৈয়দ মুজতবা আলী, আশাপূর্ণা দেবী, বিমল মিত্র, সতীনাথ ভাদুড়ী, আশুতােষ মুখােপাধ্যায়, বনফুল প্রভৃতি প্রবীণদের নির্ধারিত-নির্বাচিত রচনার সৃজনসূত্র।
অন্যদিকে উদ্ভাসিত হয়েছে সমরেশ বসু, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শঙ্কু মহারাজ, গুণময় মান্না, রমেশচন্দ্র সেন, আফসার আমেদ, রামকুমার মুখােপাধ্যায়, অনিতা অগ্নিহােত্রী, মুর্শিদ এ এম, ঝড়েশ্বর চট্টোপাধ্যায়, কিন্নর রায়, অনিল ঘড়াই, আনসারউদ্দিন, অভিজিৎ তরফদার, সুদর্শন সেনশর্মা, দীপক চন্দ্র প্রভৃতি কথাকারদের নির্দিষ্ট কিছু রচনার বিচিত্র শিল্পকৃতি। মননশীল সমালােচক-অধ্যাপক অরুণকুমার বসুর এই নবতম গ্রন্থটি সাম্প্রতিক বাংলা কথাসাহিত্যের উপর শােভন সুন্দর আলােকপাত।