আবু ইসহাকের দুটো উপন্যাসেরই-সূর্য- দীঘল বাড়ী ও পদ্মার পলিদ্বীপ-বিষয়বস্তু গ্রামের মানুষ, গ্রামীণ সমাজ ও জীবন। গল্পে তিনি কাজ করেছেন বিবিধ বিষয় নিয়ে। তাঁর তিনটি গল্পগ্রন্থভুক্ত ৫০টি গল্পের মধ্যে জোঁক এবং আবর্ত-মাত্র এই দুটো গল্পে তীব্রভাবে গ্রামীণ জীবন এসেছে। দাদির নদীদর্শন, শয়তানের ঝাড়ু, বোম্বাই হাজি ইত্যাদি গল্পে গ্রামীণ সমাজের দেখা মিললেও এগুলোর মূল উদ্দেশ্য গ্রামীণ সমাজ ও জীবন বর্ণনা নয়-ধর্মীয় কুসংস্কারের জালে বন্দি মানুষের গল্প বলা হয়েছে এগুলোতে। অন্যদিকে উত্তরণ, কানাভুলা, বিস্ফোরণ ইত্যাদি গল্প নিম্নশ্রেণির মানুষ নিয়ে লেখা হলেও তাদের দৈনন্দিন জীবনের বহুবিধ সংকটের বর্ণনা নেই এসব গল্পে, রয়েছে সাধারণ মানুষদের মধ্যে অসাধারণ মানবিক বোধের উন্মোচনের গল্প। যেমন কানাভুলা গল্পে ধর্মীয় কুসংস্কারের (পীরপ্রথা, ঝাড়ফুঁক, তাবিজ- কবজ ইত্যাদি) বিরুদ্ধে সুকৌশল প্রতিবাদ উচ্চারিত হয়েছে এক রিকশাচালকের মাধ্যমে। কিংবা উত্তরণ গল্পে এক প্রতারক দুধ-বিক্রেতার মধ্যে পিতৃস্নেহের উন্মোচন চমৎকার একটি গল্পের মাধ্যমে উদ্ভাসিত হয়ে উঠেছে। আবার বনমানুষ, প্রতিবিম্ব, বর্ণচোর প্রভৃতি গল্পের বিষয়বস্তু নাগরিক জীবন । এই নিয়ে আবু ইসহাকের শ্রেষ্ঠ গল্প ।