“ইমাম আবু হানিফা (রহ.)” বইটির ‘লেখক এবং প্রকাশকের কথা’ অংশ থেকে নেয়াঃ
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি আমাদের হযরত আবু হানীফা (রঃ) এর জীবন ও কর্মের উপর লিখিত এই বইটি প্রকাশের তত্তফিক দিয়েছেন। দরূদ ও সালাম সেই রাসুল (সাঃ)-এর জন্য যার উসিলায় আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হয়েছি। আমাদের সমাজ আজ বিবিধ অনাচর-অবিচার আর আশ্নীলতায় ভরে গেছে। সমাজের এই অধঃপতন রােধ করতে হলে প্রতিটি মানুষকে হতে হবে ধর্মীয়ভাবে সচেতন। আর এই সচেতনতা লাভের জন্য প্রয়ােজন সেই সব মহামানবদের জীবন ও কর্মের উপর পড়াশুনা করার মত বই। যাতে করে মানুষ তাদের আদর্শ জীবন ও কর্মপদ্ধতি থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবন ও সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারে। এ লক্ষ্য সামনে নিয়ে আমরা এই জীবনী মূলক বইটি প্রকাশের উগ্যোদ নিয়েছি।