“ফটো সম্পাদনা, লে আউট ও ডিজাইন” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
স্থিরচিত্র শব্দে বাক্যে আবদ্ধ ঘটনাকে পাঠকের আরও দৃষ্টিগ্রাহ্য নৈকট্যে এনে দেয়। স্থিরচিত্র ঘটনাকে সংবাদপত্রের পাতায় আবারও ঘটায়। সংবাদ তার গুরুত্বে যেমন সংবাদপত্রের বিশেষ-বিশেষ স্থান দখল করে, স্থিরচিত্র তেমনই তার নিজস্ব স্থানে আসীন হয়। সংবাদে চুম্বক কথাটি প্রথম আসে উল্টো পিরামিড কাঠামােতে, ফটো সম্পাদনাতেও ঘটনার অন্তঃস্থিত মূল অংশটিকে আরও বাঙময় করে তােলা হয়। এই কাজে অতিসরলীকরণের কোন অবকাশ নেই। যেমন, একটি ভাল সংবাদপত্রে ফায়ারিং স্কোয়াড, হ্যান্ডসেক ক্লাসিক এবং মাইকের সামনে দাঁড়ানাে ছবির এখন কোন স্থান নেই। আবার যেমন পরিকল্পনাবিহীন ব্যক্তিত্ব ছবির ছড়াছড়ি কিংবা গুরুত্বপূর্ণ ছবির অতি-সম্পাদনাও বর্জনীয়। প্রতিটি স্থিরচিত্রের অ্যাকশনের একটি নির্দিষ্ট দিকমুখীতা বিদ্যমান থাকে। এই দিকমুখীতার নিরিখেই সংবাদপত্রের পাতায় ছবি তার নিজস্ব স্থানে গিয়ে স্বাচ্ছন্দ্যে বসে।
ফটো সম্পাদনা বিষয়টি ব্যাপক। শুধু একটি ফটো সম্পাদনা করার মধ্যেই প্রক্রিয়ার শেষ হয় না। সম্পাদিত ফটোটিকে সংবাদপত্রের পৃষ্ঠা-নকশা ও পৃষ্ঠা-সজ্জার সামগ্রিক অবয়বের মধ্যে আনয়নের স্থান করে নিতে হয়। এর কলাকৌশল ব্যবহারের একটি বিজ্ঞানভিত্তিক প্রয়াস নেয়া হয়েছে এই বইটিতে।