“সংবাদপত্রে বঙ্গবন্ধু দ্বিতীয় খণ্ড, ষাটের দর্শক (১ম পর্ব)” বইটির ‘মুখবন্ধ’ অংশের লেখাঃ
সংবাদপত্রে বঙ্গবন্ধু গ্রন্থের, এই খণ্ডে ষাটের দশকের প্রথমার্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক ঘটনার প্রতিফলন ঘটেছে। গ্রন্থটির প্রথমেই দেখা যাবে, ষাটের দশকের শুরুতে আইয়ুব খানের সামরিক শাসনামলে তৎকালীন রাজনীতিবিদদের ওপর হয়রানিমূলক নানা কর্মকাণ্ডের বিবরণ। বঙ্গবন্ধুর নামে দুটি হয়রানিমূলক মামলার বিস্তারিত বিবরণ ধারাবাহিকভাবে সংবাদপত্রের রিপাের্টগুলােতে প্রতিফলিত হয়েছে। এ রিপাের্টগুলাে বিশ্লেষণ করলেই বােঝা যায়, তৎকালীন সামরিক শাসকদের প্রধান লক্ষ্যই ছিল জনপ্রিয় রাজনীতিবিদদের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাঁদেরকে জনগণের কাছে হেয় করা।