কবিতার কোনাে সময় আমি বুঝে উঠতে পারি না। একেক সময় একেকভাবে কবিতা লিখি। জীবনের মুহূর্তগুলাে কখন যে কবিতার মুহূর্ত হয়ে ওঠে তাও বলতে পারি না। এ পর্যন্ত আমার যতগুলাে গ্রন্থ প্রকাশ পেয়েছে তার মধ্য হতে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক কবিতাগুলাে যতটুকু সম্ভব সংস্করণ ও একত্রিত করে এই গ্রন্থে গ্রন্থিত করেছি। বায়ান্ন মানেই আমার মায়ের ভাষা। মায়ের সমস্ত অস্তিত্ব জুড়ে আমার বেঁচে থাকা। আর একাত্তর তাে একই কবিতার অংশ, যেখানে সবুজ বৃক্ষ ও ঘাস বয়ে বেড়ায় নদী বহমান রক্ত।