“ছোটদের বাংলা শব্দার্থকোষ” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
‘ছােটদের বাংলা শব্দার্থকোষ’ তৃতীয় শ্রেণি থেকে দশম শ্রেণিতে যেসব ছাত্রছাত্রী পড়ছে তাদের সর্বদা ব্যবহারের কথা মাথায় রেখে তৈরি করা হল। ষোল হাজারেরও বেশি শব্দ ও তার অর্থ এ বইয়ে দেওয়া হয়েছে। অধ্যাপক ডক্টর হায়াৎ মামুদ বাংলা ভাষা ও সাহিত্যের একজন প্রথিতযশা অধ্যাপক, উপরন্তু তিনি স্বনামধন্য শিশুসাহিত্যিকও। তাঁর অভিজ্ঞতা ও বিবেচনাশক্তি এই অভিধানের পিছনে কাজ করেছে। স্বল্প মূল্যের ব্যবহারােপযােগী এমন শব্দার্থকোষ তরুণ বয়সী শিক্ষার্থীদের প্রয়ােজন মেটাতে সক্ষম হবে বলে আমরা মনে করি। বাংলা আমাদের মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, দুটোই একসঙ্গে। ভবিষ্যৎ নাগরিক দেশের তরুণ-সমাজ যেন বাংলা নির্ভুলভাবে ব্যবহার করতে শেখে সেই উদ্দেশ্য মাথায় রেখে এই অভিধানটি সংকলন করেছেন অধ্যাপক ডক্টর হায়াৎ মামুদ।