শহরে পালিয়ে আসার আগে আমার একটা জীবন। ছিলাে। গ্রাম। আমার সৃমদ্ধ শৈশব, কৈশাের। হাল চাষ, রােয়া বােনা, আলু-টমেটো চাষ, রাই সরিষার ক্ষেত, মাঠের দিঘী । টুকরাে টুকরাে স্মৃতি| আমার যাপিত জীবন। এ শহরে নিজেকে মানিয়ে নেয়ার গল্প। না শহর না গ্রাম। কোথাও মনটাকে স্থিতু করতে পারিনি। এই সব দোলাচলের গল্প নিয়েই আনন্দ আশ্রম। আশা করি বইটি পড়ে পাঠকেরা। নস্টালজিয়ায় ভুগবেন। স্মৃতি এসে উঁকি দিবে মনের কোণে।