ড. প্রভাস চন্দ্র রায় মন মননে একজন ভ্রমণপিপাসু মানুষ। দীর্ঘদিনের চাকরিজীবন থেকে অবসর নিয়ে বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। ‘কেরালা সৌন্দর্যের দেবী’ শিরোনামের এই বইটি লিখেন কেরালা ভ্রমণ শেষে। কেরল বা কেরালা ভারতের একটি রাজ্য। কেরালার রাজধানী তিরুবনন্তপুরম একটি পাহাড়ের উপর অবস্থিত। মালয়ালম ভাষা কেরলের রাজ্যভাষা। কেরালার প্রকৃতি এতোই মনোমুগ্ধকর যে যেকোনো মানুষকে বিমোহিত করে ফেলে। ড. প্রভাস চন্দ্র রায় শুধুমাত্র একজন পর্যটকের মতোই ঘুরে ঘুরে দেখেনি। তিনি নানাভাবে বিচার বিশ্লেষণ ও এর ইতিহাস ঐতিহ্যের বিষয়ও অনেক তথ্য উপাত্ত জেনে তা সরাসরি দেখেছেন। বইটির লেখা খুবই স্বাবলীল ও গতিময়। পড়তে পড়তে মনে হবে যেনো নিজেই কেরালা ভ্রমন করছি। তিনি বইটিতে কেরালা সম্পর্কে যতোটুকু পারা যায় ততোটুকু তথ্য দিতে চেষ্টা করেছেন। বিশেষ করে ভূ-তত্ত¡, জলবায়ু, উদ্ভিদ ও প্রাণী, রাজনীতি ও প্রশাসন, অর্থনীতি, ধর্ম, শিল্প-সাহিত্য-সংস্কৃতি ইত্যাদি বিষয় বইটিতে তুলে ধরেছেন। এ বইটি পাঠ করে কিভাবে কেরালা ভ্রমণ করা যায় কম খরচে তার একটি গাইড লাইন পাওয়া যাবে। বইটি যে কোনো পর্যটকের গাইড হিসেবে কাজ করবে। কারণ এতো বিস্তারিত ও চিত্রকল্পময় কাব্যিক লেখা যা পড়লে যে কেউ ভ্রমণের সাথী হিসেবে আছে তা অনুভব হবে। কেরলা সৌন্দর্যের দেবী বইটি প্রকাশ করে সাহিত্যদেশ। ১৫২ পৃষ্ঠার এই বইটির মূল্য ২৫০ টাকা। বইটির প্রচ্ছদ এঁকেছেন শতাব্দী জাহিদ।