“ও চাঁদ ও রাত্রি” বইটি সর্ম্পকে কিছু কথাঃ
সমকাল আর অতীত অনাগত কালের সাথে ভিতরে ভিতরে সাঁকো তৈরি করে চলে অনেকটা নীরবে। ‘ও চাঁদ ও রাত্রি’ শিল্প ও জীবনের সাঁকো নির্মাণের এক নান্দনিক ভাবনা। সমাজদেহে বিদ্যমান নানান অনিয়ম, অসুন্দর, অশুভ চিন্তা, অসঙ্গতিকে ছাপিয়ে চিরকালীন প্রেম, সৌন্দর্যের বোধ ও বিশ্বাস বুকে ধারণ করে রূপক, অনুগ্রাস, উপমা, উৎপ্রেক্ষা কাব্য শরীরের অলঙ্কার বানিয়ে ‘ও চাঁদ ও রাত্রি’র কবিতাগুলো হয়ে উঠেছে একজন রোমান্টিক কবির অন্তর্গত প্রেম-সৌন্দর্যের মূর্ত প্রকাশ।