পারস্যের কবিশ্রেষ্ঠ জালালুদ্দিন রুমীর জীবনকাহিনি নিয়ে আবর্তিত হয়েছে এ উপন্যাস। বাংলাদেশের এক পর্যটক তরুণ ও দিল্লির মেহেরুলির ফুটপাতের এক ফুল বিক্রেতার কথােপকথনের মাধ্যমে এর কাহিনি এগিয়েছে। জালালুদ্দিন রুমীর সাথে তাঁর বন্ধু-গুরু শামস-এ তাবরেজির সুগভীর, উষ্ণ-উতল আর বিতর্কিত সম্পর্ক, রুমী’র জীবনের কৌতূহলজাগানিয়া ঘটনাবলি, ফার্সি ভাষায় রচিত অসামান্য কাব্য ‘মসনবি’র হয়ে ওঠার অন্তরালের গল্পমালা আর মরমি কবির সঙ্গে জড়িয়ে থাকা অপরাধ চরিত্রসমূহের পাশাপাশি সে সময়কার পারস্য ও তুরস্কের অস্থির রাজনৈতিক প্রেক্ষাপটের একাংশও এতে উঠে এসেছে। এছাড়া বিগত আটশাে বছর ধরে জালালুদ্দিন রুমীর কাব্য ও দর্শন কীভাবে ভারতবর্ষের ভাবমানসকে প্রভাবিত করে রেখেছে, এ বিষয়টিতেও আলােকপাত করা হয়েছে এ রচনায়।