পৃথিবীর সব প্রাপ্তিই আপেক্ষিক, সব সম্পর্কই মিথ্যা; হারিয়ে যাওয়াই চিরন্তন। সময়ের ঘূর্ণিপাকে সবাই আগে পরে হারানোর ধান্দায় ব্যস্ত। এই হারানোর ধান্দায় হারিয়ে যায় কত অজানা গল্প। কিছু গল্প সুখের, কিছু গল্প দুঃখের, কিছু থঅকে সংগ্রামের, কিছু ভালোবাসার আর কিছু গল্প বিচ্ছিদের । সেরকমেই কিছু গল্প নিয়ে রচিত এ গ্রন্থ যেটিও কোন এককালে মহাকালের অতলে চিরতরে হারিয়ে যাবে।