আমার কথা না কেউ বিশ্বাস করে না। অথচ আমি কখনই বানিয়ে কথা বলি না! কিন্তু আমার বন্ধু অন্তু, সে দশটার মধ্যে পাঁচটা কথাই বানিয়ে বানিয়ে বলে। অথচ সবাই তাকে বিশ্বাস করে। বেশি বিশ্বাস করে। যেগুলাে সে বানিয়ে বলে সেগুলাে আশ্চর্য বিষয়! তবে একবার আমাদের পৃথিবী একটা ভয়ংকর বিপদে পড়ে গিয়েছিল। ধ্বংসের কাছাকাছি চলে গিয়েছিল মানুষেরা। সেই বিপদ থেকে সবাইকে রক্ষা করেছিল এই অদ্ভুই। সাথে ছিল ভীনগ্রহের মশা আর আমাদের ট্যাবলেট স্যার।