“পুবের পূর্বপুরুষেরা” বইটির সম্পর্কে কিছু কথা:
৪০০ বছরের কিছু আগের কথা। ঢাকা তখন বুড়িগঙ্গা পারের (অথবা অন্য কোনাে নামের এক নদীপারের) বিচ্ছিন্ন কিছু গ্রামের একটি। মােগল শাসনকে সুসংহত করতে সুবাদার ইসলাম খাঁ শতশত রণতরী নিয়ে বাংলার দিকে রওনা দিয়েছেন। ইসলাম খাকে রুখে দেয়ার সংকল্প নিয়ে মুসা খাঁর নেতৃত্বে বারাে ভূঁইয়ারাও একজোট হয়েছেন। এই যুদ্ধ-আয়ােজনের মাঝে মেঘনাদের এক অজানা চরে পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে পালিয়ে আসা আশুরার সাথে দেখা হয় সংসার-বিবাগী অরুর। ভাগ্যাহত দুই মানুষের পরিচয়ের মধ্য দিয়ে উন্মােচিত হতে শুরু করে প্রায় ১৫০ বছর ধরে বঙ্গোপসাগর ও তার চারপাশের নদ-নদী ঘিরে। পর্তুগিজ জলদস্যুদের কায়েম করা ত্রাসের রাজত্ব, তার প্রভাব, এবং বিশেষত বাংলার বিখ্যাত বয়ন শিল্পীদের জীবনের সুখ-দুখ, আনন্দ-বেদনার কাহিনি। রাজা-বাদশাহর জীবন, ভােগ-বিলাস, রণ-কৌশল, রণসজ্জা ইত্যাদি রাজকীয় বিষয়াবলীর আড়ালে হারিয়ে যাওয়া অতি সাধারণ মানুষের জীবনের এক অনবদ্য দলিল এই উপন্যাস পুবের পূর্বপুরুষেরা।।