অগ্নিস্নানের পাণ্ডুলিপি” বইয়ের ফ্ল্যাপের লেখা:
গৃহকর্মী রাবিয়া তিনটি সন্তান এবং স্বামী যে কিনা প্রায়ই অসুস্থ থাকে তাকে নিয়ে সংসার চালাতে হিমশিম খায়। কোনােমতে দিনগুজরান হয়। এখানে সহানুভূতিশীল প্রতিবেশী ফালুর মা, সকিনারা আছে। আছে উচ্চ-মধ্যবিত্ত মনিব সেলিম সাহেব ও তাদের অটিস্টিক সন্তানের কথা। রাবেয়া স্বপ্ন দেখে বড় মেয়ে লতিফাকে ‘গারমেন্টসে কাজ করতে দিয়ে দুটি পয়সার মুখ দেখবে। তার সে স্বপ্ন কি ফুল হয়ে ফুটে উঠবে? লেখক নিম্নবিত্ত লােকের মুখের ভাষার স্বচ্ছন্দ প্রয়ােগ করেছেন। সহজ-সরল ভাষা এবং ঘটনাবিন্যাসে কাহিনী এগিয়ে গিয়েছে।