“পতিংবরা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
সাহিত্যসন্ধিৎসু লেখক দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জীর প্রথম উপন্যাস ‘পতিংবরা’। এটি একটি সামাজিক উপন্যাস। লেখক প্রণীত বিশেষ পদ্ধতিতে লিখিত ‘পতিংবরা’ উপন্যাসটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ব্যবহৃত প্রতিটি শব্দ বা পদ নির্দিষ্ট একটি বর্ণ (প’ বর্ণ) দিয়ে শুরু হয়েছে, যা বাংলা ভাষা ও সাহিত্যের জগতে এক বিস্ময়কর সৃষ্টি। সম্ভবত বিশ্ব সাহিত্যাঙ্গনে এই বিশেষ পদ্ধতিতে অন্য কোনাে সাহিত্য গ্রন্থ রচিত হয়নি। পক্ষান্তরে প্রেমরসে ভরপুর ‘পতিংবরা’ উপন্যাসটিতে। সাহিত্য সৃষ্টির ক্ষেত্রে কোনপ্রকার অঙ্গহানি হয়নি। লেখকের প্রায় পঁচিশ বছরের গবেষণার ফসল উপন্যাস ‘পতিংবরা বাংলা ভাষা ও সাহিত্যজগতে নতুন চিন্তা-চেতনার উন্মেষ করেছে। লেখকের প্রণীত এ গ্রন্থ বিশ্বের অনেক ভাষার আগামী কথাসাহিত্য সুনিশ্চিত প্রভাব বিস্তার করবে বলে আশা করা যায়।