“রোদেলা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ফোন বাজে। ফোন ধরে আজমল। অপরিচিত কণ্ঠ। রােদেলার। রােদেলা বলে, আজমলের সাথে তার দেখা হয়েছিল। কিন্তু আজমল মনে করতে পারে না। আজমল মিথ্যের আশ্রয় নেয়। রােদেলা ভাবে, সে সঠিক মানুষ-ই খুঁজে পেয়েছে। কুঁকড়ানাে চুল, চোখে চশমা। সম্পর্ক দাঁড়িয়ে যায়। দেখা হয়। এতাে অন্যমানুষ ! ভেঙে পড়া। রােদেলার। কিন্তু ইতােমধ্যে সম্পর্ক তাে দাঁড়িয়ে গেছে। গােপন মানুষ খোজে। গােপন মানুষ আসে। বর্তমানও বাতা। কনফিউশন। টানাপােড়নের গল্প। জীবনের। প্রেমের। এরকম-ই।
আহারে বালক আমার। রােদেলা আমাকে জড়িয়ে ধরে। আর আমার মনে হয়, আমি নিজেই একটা ঘুড়ি। উড়ছি তাে উড়ছি-ই। পাখির সাথে, রােদের সাথে, চাদের সাথে। আমার উঠতে ইচ্ছে করে না। রােদেলা আমাকে তাড়া দেয়। উঠো জলদি। বকা খাবাে। রােদেলাকে এগিয়ে দেই। আসাদগেট পর্য। আড়ং থেকে একটা গিফট কিনি। রােদেলার জন্য। সে নিতে চায় না। জোর করে দেই। সে চলে যায়। রেখে যায় বিকেলের নরম রােদ। রােদের মায়া। আমার জন্য। আমাদের জন্য। মানুষের সম্পর্কটাই এরকম। ছায়া। ছায়ার মতাে। মানুষ যায়, সেও যায়। না চাইলেও। হয়ে যায়। বেঁধে ফেলে। অজাড়ে। এরকম-ই। মানুষের নাম মায়া। মায়া-ই তাে !