“দ্য সিক্রেট অব দা : নাগাস” বইটির সম্পর্কে কিছু কথা:
বিভিন্ন ধর্মাবলম্বী আমার কাছে জানতে চেয়েছেন প্রভু শিব অন্যান্য দেবতাদের চেয়ে শ্রেষ্ঠতর’ কথাটি আমি বিশ্বাস করি কিনা। বিশ্বাস করি কিনা তা এখানেই আমি প্রকাশ করছি। ঋগবেদের সংস্কৃতিতে একটি চমৎকার কথা আছে যা আমার বিশ্বাসকেই তুলে ধরেছে । একশ সাত ভিক্ষা বাহুদা বদান্তি সত্য একটাই যদিও মহাপ্রভুরা একে অনেক বলে জানেন। ঈশ্বর একজনই, যদিও বিভিন্ন ধর্ম তাকে নানানভাবে উপস্থাপন করে। তাঁকে শিব, বিষ্ণু, আল্লাহ, যীশু কিংবা যে কোন নামেই আপনি আপনার বিশ্বাস থেকে ডাকতে পারেন আমাদের পথ ভিন্ন হতে পারে, কিন্তু নিয়তি একই ।