কাহিনী সংক্ষেপ: সীমান্তের শান্ত নিরিবিলি এক শহর নিশ্চিন্তপুর। নামটাকে সার্থক করে এতদিন সেখানে নিশ্চিন্তেই ছিল লোকজন। হঠাৎ করে কোথা থেকে সেখানে এসে হাজির হলো এক বুড়ো, বয়সের তার কোন গাছপাথর নেই। শহরের একপ্রান্তে রাতারাতি একটা বইয়ের দোকান খুলে বসলো সেই বুড়ো। তারপর থেকেই একের পর নিখোঁজ হতে থাকলো শহরের লোকজন। রহস্য সমাধানে নামল মামা-ভাগ্নের গোয়েন্দা দল।