“এসো বানান শিখি” বইয়ের ভূমিকা:
বাংলা বানান তার নানা বৈচিত্র্য নিয়ে এগিয়ে চলেছে। হাজার বছরের চর্চার মধ্যদিয়ে বাংলা বানান আজকের অবস্থানে এসেছে। এসাে বানান শিখি’ গ্রন্থের লক্ষ্য তাই বাংলা মূল শব্দ ও তা থেকে উদ্ভূত যাবতীয় শব্দের প্রমিত, এবং সম্ভব হলে, বিকল্পহীন বানান নির্দেশ করে দেওয়া। যারা গ্রন্থটি ব্যবহার করবেন তাঁরা এখানে অন্তর্ভুক্ত শব্দগুলাের সাথে কমবেশি পরিচিত ধরে নেওয়া যায়। এসাে বানান শিখি’ গ্রন্থের শুরুতে বেশকিছু বানানের সূত্র উপস্থাপন করা হয়েছে। যুক্ত করা হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম। বাংলা একাডেমি প্রণিত উক্ত নিয়মের কিছু বৈপরীত্য কোনাে কোনাে গ্রন্থের আলােচনায় আছে। সেক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে আমরা বাংলা একাডেমির নিয়মকেই মেনে নেব। আর শেষ পর্যায়ে কিছু প্রচলিত বাংলা শব্দের সঠিক বানান নির্দেশ করা হলাে।