“চীনের শ্রেষ্ঠ গল্প” বইয়ের ফ্ল্যাপের কথা:
চীনা সাহিত্যের সাথে আমাদের তেমন যােগাযােগ নেই। হাতে গােণা কয়েকজন লেখক, বিশেষ করে লু স্যুন, দুজন নােবেল বিজয়ী কথাসাহিত্যিক জাও হিঞ্জিয়ান এবং মাে ইয়ান, ছাড়া প্রায় সবাই আমাদের কাছে অপরিচিত। কিন্তু চীনা সাহিত্যে রয়েছে হাজার বছরের ঐতিহ্য, গৌরবময় ইতিহাস এবং অনবদ্য ভাষা। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে চীনা সাহিত্যের গোড়াপত্তন হয়েছে এবং উত্তরণের দূর্গম পথ পেরিয়ে আজ বিশ্ব দরবারে এক বিশেষ আসন লাভ করতে সক্ষম হয়েছে। এ কারণেই কি আমাদের চীনা সাহিত্যিকের লেখা গল্প পড়তে হবে, নাকি অন্য কোনাে কারণে, যেমন আমেরিকার দেড়শ’ বছরের ইতিহাস। টপকে সম্প্রতি চীন বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশের স্থান দখল করে নিয়েছে, কিংবা ফরাসি ঔপন্যাসিক আঁদে মালরাের ভাষায় ‘মানব সভ্যতার অন্য মেরুটি হচ্ছে চীন। নিঃসন্দেহে এর জবাব পাঠক নিজেরাই খুঁজে নিতে পারবেন চীনের শ্রেষ্ঠ গল্প সংকলনটিতে। সংকলিত গল্পগুলাের প্রকাশনার সময়কাল গত শতকের দ্বিতীয় দশক থেকে শুরু করে ২০১১ সাল পর্যন্ত বিস্তৃত। এই দীর্ঘ সময়ের চীনের রাজনীতি এবং আর্থ-সামাজিক পরিবেশের বিভিন্ন বিষয়গুলাে বারবার উঠে এসেছে এসব গল্পে। এছাড়া এই সংকলনে চীনা কথাসাহিত্যের, বিশেষ করে ছােটগল্পের, বিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। আশা করি, চীনের ছােটগল্প সম্পর্কে সংকলনের গল্পগুলাে বিদগ্ধ এবং উৎসাহী পাঠকদের মনে আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হবে।