“অপারেশন জ্যাকপট” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
যুদ্ধের উত্তাল সময়। সারা দেশে পাকবাহিনী হিংস্র হায়নার মতাে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। পাকিস্তানি নৌবাহিনীকে রুখে দেবার জন্য গঠন করা হয়েছে বাংলাদেশ নৌকমান্ডাে বাহিনী। এই বাহিনীর সদস্য মাত্র একশাে কুড়িজন। যাদের বয়স ষােল থেকে ছাব্বিশ-এর মধ্যে। এরা সবাই সুইসাইড স্কোয়ার্ড-এর সদস্য। রেডিওতে একটা বিশেষ গান বেজে ওঠার সাথে সাথে এই একশাে কুড়িজন কমান্ডাে সদস্য বুকে মাইন বেধে পানিতে ঝাপিয়ে পড়েছে। পঁয়তাল্লিশ মিনিটের মাথায় হঠাৎ জ্বলে উঠল চারটি নৌঘাটি। কোনকিছু বুঝে ওঠার আগেই জাহাজগুলাে ডুবে যেতে লাগল। দিশেহারা হয়ে পড়ল পাকিস্তানি নৌবাহিনী। পাকিস্তান সরকার এবং বিশ্ব নেতাদের টনক নড়ে উঠল।
এই দুর্ধষ্য হামলার নাম ‘অপারেশন জ্যাকপট’। সমুদ্র ও নদীতে বাংলাদেশ নৌ কমান্ডােদের তাণ্ডবগাথা জানতে হলে পড়তে হবে অপারেশন জ্যাকপটের ইতিবৃত্ত।