“গল্প ৫১” বইয়ের ফ্ল্যাপের লেখা:
নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের গল্পে পাঠক পাবেন নানা রসের বিষয়-বৈচিত্র্য। চার পাশের পৃথিবীকে তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। গল্পের মাধ্যমে জীবনের সত্য ও সাহিত্যের সত্যকে একবিন্দুতে ছুঁতে চান।
এই সংগ্রহের একান্নটি গল্প – আনন্দবাজার পত্রিকা, বর্তমান, সংবাদ প্রতিদিন, আজকাল এবং বিভিন্ন পরিচিত সাহিত্যপত্রে প্রকাশিত।
তাঁর গল্পের ভাষা ঝরঝরে, স্বচ্ছ এবং সংলাপধর্মী। সুন্দর জীবনের জন্যে খোঁজ, ভালবাসার গাঢ় সংরাগ, সত্যকথনের প্রতি ব্যক্তির তীব্র আকুতি, সবই এই লেখকের গল্পের বিষয়।