আল কোরানে আছে, পৃথিবীতে একটাই জাতি আছে, যে জাতিটির নাম মানবজাতি। বলা হয়েছে, তোমাদের জন্য তোমাদের ধর্ম, এবং আমার জন্য আমার ধর্ম। সাধক কবি বলেছেন, এক ফুলে বাগান হয় না। রামকৃষ্ণ বলেছেন, যত মত তত পথ। পবিত্র নবী বলেছেন, এক সম্প্রদায় অন্য সম্প্রদায়কে উপহাস ও বিদ্রুপ করো না। এই উপমহাদেশের ঐতিহ্য পরমতসহিষ্ণুতার ঐতিহ্য। মুসলমানরা ‘পানি’ বলে এটা সংস্কৃত শব্দ। ‘হিন্দু’ শব্দটাই ফার্সি। ‘ঠাকুর’ শব্দ এসেছে তুর্কি থেকে। এই মিশ্র সংস্কৃতির পরম্পরা ও ঐতিহ্য ভাঙতে চায় স্বার্থান্ধ ক্ষমতা ও রাজনীতি ব্যবসায়ীরা। ধর্ম আর ধর্ম-ব্যবসা এক নয়। ক্ষমতার লক্ষ্যে চলে বিদ্বেষ আর হননের আয়োজন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্রের নাম প্রচার। সেই প্রচারে ইহুদি এবং মোসাদ এজেন্ট এলিয়ট হয়ে যেন বাগদাদি। কাকে বলে সন্ত্রাস? ‘মাদ্রাসা’ মানে সন্ত্রাস নয়। রামমোহন রায়ও শিক্ষিত মাদ্রাসায়। মুখোশের আড়ালে লুকিয়ে থাকে সূক্ষ্ম সুপ্ত সাম্প্রদায়িক মন। তাকে উন্মোচনে প্রয়াসী সাহসী সমাজকর্মী ইমানুল হক।