ঐতিহ্যবাহী চরমোনাই দরবারের প্রতিষ্ঠাতা পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ এছহাক (রহ) এর জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তার ভূমিকা অপরিসীম । তারই প্রতিষ্ঠিত চরমোনাই দরবার, বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলনবাংলাদেশ, চরমোনাই কামিল ও কাওমী, হিফজ খানাসহ অসংখ্য মাদরাসা ও মসজিদ এমনকি তাদের লক্ষ্য আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কুরআনের শিক্ষালয় তথা মাদরাসা প্রতিষ্ঠা করা এবং ইতিমধ্যেই তৃতীয়াংশ প্রতিষ্ঠা লাভ করছে। তাই এই মহা মানব ও আধ্যাত্মিক নেতার জীবনী আমাদের জন্য অনুপ্রাণিত করবে।