বাংলাদেশ মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ক্ষেত্রে ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে এবং এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম অব্যাহত রেখেছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশে উপরোক্ত দায়িত্ব পালনকারী সংস্থা হিসাবে এর সহযোগী প্রতিষ্ঠানসমূহ ও রিপোর্ট প্রদানকারী এজেন্সীসমূহের নেতৃত্ব প্রদান করছে। এ বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড, দেশের সংশ্লিষ্ট আইন-কানুন, বিধি-বিধান, সার্কুলার-নির্দেশনা একসাথে পাওয়া অত্যন্ত দুষ্কর। তাই ২০১৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ও পরিপালন বিষয়ে প্রয়োজনীয় সকল ধারণা, আইন ও নির্দেশনা সন্নিবেশন করে প্রকাশিত হলো ‘মানিলন্ডারিং প্রতিরোধ’। এ বিষয়ে বাংলা ভাষায় রচিত এটিই প্রথম ও একমাত্র বই। বইটি সংশ্লিষ্ট সকলের এ বিষয়ক চাহিদা পূরণ করতে সক্ষম হবে—এটাই আমাদের প্রত্যাশী।