“আমি শেখ মুজিব (সুইডিশ অনুবাদ)” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখালেখির পরিমান ও পরিধি বিশাল। স্মৃতিচারণ থেকে শুরু করে কবিতা, চলচ্চিত্র, জীবনী, গবেষণা ও মূল্যায়ন, কোনােটারই কমতি নেই। অন্যদিকে দেশে বিদেশে অর্বাচীন কুলাঙ্গারেরাও বসে নেই। সুযােগ পেলেই মহান এই মানুষটির সাথে মৃত্যুর পরেও বেয়াদবি করে। এই মানুষটি একটি জাতির আধুনিক রূপকার, একটি রাষ্ট্রের স্থপতি। প্রত্যন্ত জনপদ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে কিভাবে তিনি ধাপে ধাপে বাঙালির জাতিরাষ্ট্রের স্থপতি হলেন, দেশ ও দেশের মানুষকে মুক্তির পথ দেখালেন, তার অনেকটা অনেকের লেখায় নানাভাবে উঠে এসেছে। বঙ্গবন্ধুর দীর্ঘ পথ পরিক্রমায় তার মনের কি অবস্থা, তা কিছুটা ঘটনা পরস্পরায়, কিছুটা কল্পনায়, গদ্যে পদ্যে মিলিয়ে লেখা আনিসুর রহমানের মনােলগ ‘আমি শেখ মুজিব। মনােলগটি সাধারণের পাঠ্য এবং নাট্যমঞ্চের প্রযােজনা এই দুই উপযােগিতা ধারণ করে।