হেঁটে চলছে তিনজন।পীরবাবার ছদ্মবেশে ভাষা আন্দোলনের নায়ক গাজীউল হক।বিহারী কালাজী।তাদের পেছনে পেছনে একটি অজ্ঞাত কুকুর।একাত্তরের আগস্টে তাদের ভেতর রচিত হয়ে গেছে কোনো না কোনো সম্পর্ক।পাকিস্তানি বাহিনীর দখলে বগুড়া শহর।মাঝে মাঝে ভেসে আসছে গুলির শব্দ। বাতাসে লাশের গন্ধ।পদে পদে মৃত্যুর ঝুঁকি।এরকম এক পরিস্থিতিতে কী সম্পর্ক স্থাপিত হতে পারে এই তিন ধরণের প্রাণীর ভেতরে!এ উপন্যাসের আরেকটি চরিত্র বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ।