প্রাত্যাহিক জীবনের যেসব ঘটনা অবলোকন হয়,সেগুলোকে মনের পটে এঁকে গল্প তৈরি করেন সাঈদা নাইম।ভাবনার অঙ্কুরগুলো ডানা মেলে শব্দের খেলায়।আর আমারা পেয়ে যাই দৃশ্যমান জগতের মেঠোরঙ গল্পগুলো । এসব গল্প হয়তো অনেকের জানা,কিন্তু এগুলোতে আবেগলাগা যেসব ক্ষণ,সেগুলো ধরেছেন তিনি লেখনীর যাদুকরী স্পর্শে।গল্প বুননের অনন্য কায়দায় তুলনায় তিনি ফুটিয়ে তুলেছেন গল্পকে জীবনের মতো সরল স্বভাবে। জীবনের যত রোদ,যত ছায়া,তার ছোট ছোট গল্পগুলো সেই কথা জানিয়ে -শুনিয়ে আমাদের আরেকবার পরিপার্শ্ব নিয়ে ভাবাতে শেখায়।