দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিংস্র থাবা শুধু বিশ্বের অগণিত মানুষের জীবনই কাড়িয়া নেয় নাই, সেই সাথে বিশ্বের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অবক্ষয় ও বিশৃংখলার সৃষ্টি করে। ফলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে দুর্নীতি ও ঘুষ বা উৎকোচ যুদ্ধের পরবর্তী সময়ে দুর্নীতি ও উৎকোচ সামাজিক ব্যাধিতে রূপ নেয়। বিশেষ করিয়া সরকারী কর্মচারীদের মধ্যে এর প্রভাব পড়ে চরমভাবে। সরকারী কর্মচারী ও গণপ্রতিনিধিদের মধ্য হইতে দুর্নীতি ও উৎকোচের মূলােৎপাটনের জন্য সরকার সন্ত্রাস ও দুর্নীতির ব্যাপকতা সম্পর্কে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ পাশ করিয়াছে। আইনটি যুগান্তকারী তাহাতে কোন সন্দেহ নাই। এই আইনটিকে কার্যকর করিবার জন্য দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এবং জরুরী ক্ষমতা বিধিমালা ২০০৭ প্রণয়ন করা হইয়াছে বর্তমানে এই আইন টিকে অধিকতর কার্যকরী করার জন্য ২০০৭ সালের ৭নং অধ্যাদেশ দ্বারা এবং ২০১৩ সনের ৬০নং আইন দ্বারা অধিকতর সংশােধন করা হয়। এই আইনটির সংগে সম্পৃক্ত সন্ত্রাস বিরােধী আইন ২০০৯, মানি লন্ডারিং আইন ২০১২ বাংলাদেশে প্রচলিত দুর্নীতি দমন কমিশন সকল আইনকে একত্রিত করিয়া এই বইটি লিখা হইয়াছে।