“মহাবিজ্ঞানী নিউটন” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
নিউটন দেখলেন, সাদা আলাে। প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরিত হয়ে। বর্ণালির সষ্টি করে। অর্থাৎ প্রতিসরণের ফলে সাদা আলাের উপাদানগুলাে আলাদা আলাদা কোণে প্রতিসরিত হয়ে এই বর্ণালি সৃষি করে । প্রিজমের সাহায্যে সাদা আলাের মৌলিক। উপাদানগুলােকে পৃথক করা যায় । তেমনি রংধনুর বেলায় মেঘের । জলকণাগুলাে প্রিজমের কাজ করে। সৃষ্টি হয় রংধনুর বর্ণালি, জলকণায় আলাের প্রতিসরণের জন্য। নিউটনের। ধারণা হলাে কোনও লেন্সই বর্ণাপ্রেরণ। মুক্ত নয়। প্রতিসারক দূরবীন পরীক্ষানিরীক্ষার পক্ষে অনুপুক্ত মনে হলাে তার । তিনি তাই নিজেই বানিয়ে ফেললেন ‘প্রতিফলন দূরবীন’ । আর জগৎবিখ্যাত বিজ্ঞানী নিউটনই হলেন এ ধরনের দুরবীনের প্রথম আবিষ্কার…