পাঠানদের নিয়ে কৌতূহলের কমতি নেই বাংলাদেশেও। আফগান ও পাঠানের প্রভেদ নিয়েও প্রশ্নের শেষ নেই। গল্প- উপন্যাসে নানাভাবে পাঠানের কথা এসেছে। কিন্তু সরেজমিনে পাঠানের সুলুক সন্ধান হয়নি। কাজটি সহজও নয়। কারণ পাঠানদের প্রভাবে আশেপাশের পরিবেশ পালটে গেলেও পাঠানভূমে কোনো পরিবর্তনের ছোয়া লাগেনি। কখনো কোনো সাম্রাজ্য ও সভ্যতার বশ না হওয়া পাঠানরা আজো কাউকে কর দেয় না, কারো শাসন মানে না । পাঠান জনপদে সংবিধান বলতে গোত্রীয় বশ্যতাকে বোঝায়। এমন সব কাহিনী নিয়ে ‘দ্য পাঠানস’।